রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামানের ৪১টি ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাংক হিসাবের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের অভিযোগে যুক্ত—যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য।
প্রাথমিক তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, খায়রুজ্জামান লিটন এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন অপরাধ থেকে অর্জিত অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর ও সম্পদ হিসেবে ভোগ-বিলাসে ব্যবহার করেছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন, যাতে অভিযুক্তরা অপরাধমূলক অর্থ উঠিয়ে পাচার করতে না পারে।
এর আগে দুদকের আবেদনে গত ৬ মার্চ আদালত খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, মেয়ে আনিকা ফারিহা জামান ও মেয়ে মায়সা সামিহাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।




