ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়-পলকের অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আজ। রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলাটিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠনের পক্ষে শুনানি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। তবে সাবেক প্রতিমন্ত্রী পলকের আইনজীবী লিটন আহমেদ ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন, যা তিনি গত ৭ জানুয়ারি দাখিল করেন। অন্যদিকে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগপ্রাপ্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মনজুর আলম শুনানিতে অংশ নেবেন।

এর আগে এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি সময়মতো ইস্যু না হওয়ায় ১৭ ডিসেম্বর শুনানি স্থগিত করা হয়। পরে ট্রাইব্যুনাল আজকের তারিখ নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ প্রসিকিউশনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

মামলার অগ্রগতিতে এর আগে, গত ১০ ডিসেম্বর আদালত সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। তারও আগে, ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আদালত আমলে নেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ রেখে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য আড়াল করার পরিকল্পনার মূল হোতা ছিলেন তিনি। আর বাংলাদেশে বসে সেই পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানি ও সহযোগিতার অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন