বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বেগম জিয়াকে অনেক লোভ দেখিয়েছিল, কিন্তু তিনি আপস করেননি।
তিনি বলেন, আমাদেরও অনেক লোভ দেখিয়েছিল। আমি যখন জেলে ছিলাম, তখন আমার কাছে লোক পাঠিয়েছিল, মন্ত্রী হতে বলেছিল কিন্তু আমি আপস করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছ থেকে আপসহীনতা শিখেছি। তিনি আমাদের আপসহীন থেকে লড়াই-সংগ্রাম করা শিখিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, গণতন্ত্র ধরে রাখতে হবে। সব মানুষের অধিকার, মহিলাদের অধিকার ধরে রাখতে হবে।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবনের বেশির ভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। জীবনের মাত্র ২৫ ভাগ সময় তিনি ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময় তিনি আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন কিন্তু কোনো আপস করেননি।
স্বৈরাচার এরশাদের সঙ্গে অনেকে হাত মিলিয়ে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা মিলিয়ে ছিলেন, এখন যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়ে ছিলেন। একমাত্র বেগম খালেদা জিয়া হাত মেলাননি, আপস করেননি।




