বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো। তাহসান খান নিজেই এবার গুঞ্জনটিকে সত্য বলে জানিয়েছেন।
বিয়ের এক বছর পূর্তিতে দুজনকে একসাথে দেখতে না পাওয়ার থেকেই মূলত গুঞ্জনের শুরু হয়।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রশ্নের উত্তরে তাহসান খান গণমাধ্যকে বলেন, বিষয়টি অনেক বড় সবকিছু চুড়ান্ত হলেই বিস্তারিত জানাবেন তিনি। আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’
বর্তমানে ভ্রমণ এবং বই পড়ে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। এই কঠিন সময় দ্রুত পার করতে পারেন সেই জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত গতবছর (২০২৫) ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। বিয়ের এক বছর না হতেই সংসার ভাঙলো রোজা-তাহসান দম্পতির।
এর আগে অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তিনি। সেই ঘরে এক কন্যা সন্তান আছে তাহসানের। বিয়ের এগারো বছরের মাথায় মিথিলার সাথে বিবাহ বিচ্ছেদ হয় তাহসানের।




