ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের অধিনায়ক

হোবার্টের অধিনায়কসহ আরও অনেকেই মুগ্ধ হয়েছেন রিশাদের যাদু দেখে। বাংলাদেশের লেগ স্পিনারের ভেলকিতে বিগ ব্যাশে যেন নিজের জাত চেনাচ্ছেন। উইকেট শিকারের দিক দিয়ে এই বোলার হোবার্টের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএল নিয়ে ব্যস্ত আছেন। তবে এমন সময়ে বিগ ব্যাশ লীগ মাতাচ্ছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। বল হাতে সেখানে ফর্মের শীর্ষে রয়েছেন তিনি।

হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১১ টি উইকেট। দলের অধিনায়ক নাথান এলিস ৮ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। কিপটে বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়েও রান আটকাচ্ছেন রিশাদ হোসেন।

সর্বশেষ ম্যাচে রিশাদের হোবার্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে জয় পেয়েছে ৩৭ রানে। মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট বাংলাদেশি এই যাদুকরী বোলার। ম্যাচ শেষে হোবার্টের অধিনায়ক এলিসের প্রশংসায় ভেসেছেন রিশাদ। নাথান এলিস বলেন, ‘আমাকে স্পিনারদের কৃতিত্ব দিতেই হবে। তারা এবার আমাদের হয়ে দুর্দান্ত খেলেছে। তারা দুজনই (রিশাদ এবং রেহান আহমেদ) বিশ্বমানের। আমরা শেষ দিকে হয়ত রেহানকে পাব না, তবে রিশাদকে পুরো টুর্নামেন্টই পাচ্ছি। ব্যাপারটা আমাদের জন্য আনন্দের।’

তিনি আরও বলেন, ভালো উইকেটে খেলতে পারার সময় এটা যেন একটি রুটিন হয়ে গেছে। বেলারিভ ওভালে পিচ সবসময়ই খেলোয়াড়বান্ধব। বোলাররা পেস এবং বোলিংয়ের বৈচিত্র্য দেখিয়েছে, যার কারণে আমরা এতটা দূর এগোতে পেরেছি। তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা না করলে চলবে না আমরা যা-ই বলি, তারা তা নিখুঁতভাবে করছে। আজকের ম্যাচে একটি পাশের ছোট বাউন্ডারি ছিল, এবং রিশাদ তা হাসিমুখে কাজে লাগিয়েছে। একজন অধিনায়কের হিসেবে এই দৃশ্যটা আমার জন্য সত্যিই আনন্দের।

হোবার্টের পরের ম্যাচ ১১ জানুয়ারি, প্রতিপক্ষ সিডনি সিক্সার্স।

সংবাদটি শেয়ার করুন