ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস সবচেয়ে বেশি কার?

ডেভিড ওয়ার্নারের বয়স এখন ৩৯ ছুঁয়েছে, পেছনে পড়ে আছে তাঁর ক্যারিয়ারের সোনালি সময়। তবু সময়ের কাছে হার মানতে রাজি নন এই অজি ওপেনার। ব্যাট হাতে এখনও ধারাবাহিক রান করে যাচ্ছেন ওয়ার্নার। চলতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের জার্সিতে তাঁর ব্যাট যেন নতুন করে জ্বলে উঠেছে সর্বশেষ তিন ম্যাচেই তুলে নিয়েছেন দৃষ্টিনন্দন পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

বিগ ব্যাশ লীগে গত ৩ জানুয়ারি অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেন এবং পরবর্তীতে ৬ জানুয়ারির ম্যাচেও ৬৭ রানে অপরাজিত ছিলেন। আজ (১০ জানুয়ারি) ব্রিসবেনে ব্রিসবেন হিটের বিপক্ষে করলেন ৮২ রান।

টানা ৩-টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসে স্বীকৃত টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ১২৪ ফিফটি-প্লাস ইনিংস-সংখ্যা দাঁড়াল। টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস কৃতিত্ব নেই আর কোন ব্যাটারের।

শীর্ষ পাঁচে আর কারা আছেন?

দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির। কোহলির পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংমের সংখ্যা ১১৪টি। তিনি ওয়ার্নারের চেয়েও কম ইনিংস খেলেছেন। ওয়ার্নার খেলেছেন ৪৩০ ইনিংস, কোহলি ৩৯৭। তৃতীয় স্থান দখল করেছেন ক্রিস গেইল। তিনি ৪৫৫ ইনিংসে গেইলের পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ১১০টি। পাকিস্তান তারকা বাবর আজমের পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ১০৮টি। বাবর শীর্ষ পাঁচে থাকা সব ব্যাটসম্যানের চেয়ে কম ইনিংস খেলেছেন। বাবর খেলেছেন ৩২৪ ইনিংস। পাঁচে থাকা ইংলিশ তারকা জস বাটলার ৪৫০ ইনিংসে ১০৬টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। ৫৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস আছে তার, এর মধ্যে সেঞ্চুরি ৪টি।

সংবাদটি শেয়ার করুন