ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বিশ্বকাপ ভেন্যুর বিষয়ে যা জানালেন বিসিসিআই সচিব

মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এখন উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। সেই উত্তাপ গড়িয়েছে বিশ্বকাপের ভেন্যু প্রশ্নেও। বাংলাদেশের ম্যাচ কোথায় হবে ভারত না শ্রীলঙ্কা এ নিয়ে বর্তমানে আইসিসির সঙ্গে টানাপোড়েনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো পরিস্থিতির সূত্রপাত বিসিসিআইয়ের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে, যারা আবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক।

গত ৯ জানুয়ারি মুম্বাইয়ে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে উঠে আসে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু প্রসঙ্গও। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

তিনি বলেন, আমাদের বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটীয় বিষয় নিয়ে ছিল। বাংলাদেশের বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

উল্লেখ্য, রাজনৈতিক চাপের মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সেই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি। বিষয়টি নিয়ে তারা সরাসরি আইসিসির সঙ্গে আলোচনা শুরু করে এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দেয়।

সব মিলিয়ে এখন মূল প্রশ্ন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো কি ভারতের মাটিতেই হবে, নাকি ভেন্যু সরে যাবে শ্রীলঙ্কায়? সেই সিদ্ধান্ত আসবে খুব শিগগিরই। বিসিবি আগেই জানিয়েছে, বিষয়টি পুরোপুরি আইসিসির এখতিয়ারভুক্ত। আর দেবজিত সাইকিয়ার বক্তব্যে স্পষ্ট, বিসিসিআই আপাতত এই দরকষাকষির আলোচনায় সরাসরি যুক্ত হতে চাইছে না।

সংবাদটি শেয়ার করুন