ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ দলে এখন বিশ্বমানের খেলোয়াড় নেই :মঈন আলি

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি বলেছেন, বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলছেন।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মঈন আলি বাংলাদেশ দলের বর্তমান এবং অতীতের পার্থক্য নিয়ে খোলাখুলি মত প্রকাশ করেন। তিনি বলেন, “আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম ইকবাল, সাকিব আল হাসান। তারা শুধু খেলোয়াড় হিসেবেই বড় ছিলেন না, চরিত্রের দিক থেকেও শক্ত ছিলেন। তারা ফাইটার ছিলেন এবং দীর্ঘ সময় ধরে দলে থাকা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের বিষয়।”

তারকা অলরাউন্ডার আরও বলেন, “এখন ভালো খেলোয়াড় অনেক আছে, কিন্তু সেই লেভেলের বিশ্বমানের খেলোয়াড় নেই। মানে, নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, তবে যারা বিশ্বমানের, তারা এখন নেই। তবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে অবশ্যই বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।”

মঈন আলি যোগ করেন, “ফিজ অবশ্যই বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলছিল। তবে দলে চরিত্রও প্রয়োজন। আমার মনে হয় মানসিক দিক থেকে কিছু ঘাটতি আছে। বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নতি করেছে, তবে মানসিকভাবে সেই দুই বিশ্বমানের খেলোয়াড়ের জায়গাটা এখনও পূর্ণ হয়নি।”

সংবাদটি শেয়ার করুন