ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মঈনের চোখে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ হোসেন

ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে ঘিরে বড় প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি রিশাদ হোসেনকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার হিসেবেও আখ্যায়িত করেছেন। বিপিএল মৌসুমে রিশাদের বিগ ব্যাশে খেলার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার এবং এর মাধ্যমে রিশাদ আরও বেশি অভিজ্ঞ হবে বলে মনে করেন তিনি।

মঈনের মনে করেন, রিশাদের জন্য বিগ ব্যাশ লিগে খেলার সিদ্ধান্ত একদম সঠিক। সেখানে খেললে রিশাদ আরও বেশি শিখবে, অভিজ্ঞতা অর্জন করবে, যা শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের জন্যও ইতিবাচক হবে।

রিশাদের বিগ ব্যাশ নিয়ে মঈন শনিবার সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করি, রিশাদের এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত একদম সঠিক। সেখানে সে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে। কারণ রিশাদ লেগ স্পিনার, তরুণ ও প্রতিভাবান একজন খেলোয়ার।

রিশাদ হোসেন বর্তমানে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলছেন এবং তার পারফরম্যান্স বেশ নজরকাড়া। সাম্প্রতিক ম্যাচগুলোতে তিনি বল হাতে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন, যা মঈন আলীর মন্তব্যের সত্যতা প্রমাণ করে।

তিনি বলেন, রিশাদ হোসেন শুধু একজন ভালো বোলারই নন, বরং তিনি ব্যাট হাতেও চমৎকার খেলেন। রিশাদের ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই ইংলিশ তারকা। তার মতে রিশাদই হতে পারে বাংলাদেশের পরবর্তী স্টার। বাংলাদেশে এখন অনেক ভালো খেলোয়াড় ও প্রতিভাবান তরুণ ক্রিকেটার আছে, কিন্তু মঈন আলীর চোখে সুপারস্টার হওয়ার দৌড়ে এগিয়ে রিশাদ।

তিনি রিশাদকে পরামর্শ দিয়ে বলেন, কঠোর পরিশ্রম করো, ব্যাটিংয়ে শ্রম দাও পাশাপাশি বোলিংয়েও কঠোর পরিশ্রম চালিয়ে যাও। তবে হ্যাঁ যতটা সম্ভব বিভিন্ন দেশের লিগে খেলো, যত লিগ খেলা সম্ভব সব খেলো, আর শেখার চেষ্টা চালিয়ে যাও। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন