ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় এফএ কাপে হামজাদের ম্যাচ

ইংল্যান্ডের এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলা চলছে। আজ সন্ধ্যায় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি মাঠে নামছে শেল্টেনহাম টাউনের বিপক্ষে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

হামজাদের প্রতিপক্ষ শেল্টেনহাম টাউন বেশ শক্তিশালী, তারা বর্তমানে খেলছে ইংল্যান্ডের লিগ-টু তে। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে রয়েছে।

আর লেস্টার সিটি বর্তমানে খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। তারা ২৬ খেলায় ৩৭ পয়েন্ট পেয়ে তালিকার ১২-তে অবস্থান করছে।

এর আগে দুই দলের সাক্ষাৎ হয়েছিল একবার। ২০১৯ সালের ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ২-১ ব্যবধানে শেল্টেনের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিলো লেস্টার। ৬ ম্যাচের সমীকরণ মিলিয়ে দেখা যায় দুটিতে হার, একটি ড্র এবং তিন ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেল্টেনহাম।

লেস্টারের ক্ষেত্রে ৬ ম্যাচে কোনো ড্র নেই। তারা তিনটি ম্যাচে জয় এবং পরাজয়ও দেখেছেন তিনটি খেলায়। তবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের খেলায় গত সোমবার রাতে ওয়েস্ট ব্রোমউইচ আলবিয়নের বিপক্ষে দারুণ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ শেল্টেনহামকে মোকাবিলা করবে হামজার দল।

সোমবার চ্যাম্পিয়নশিপের খেলায় ম্যাচ শুরুর পর থেকেই একাদশে লেস্টারের হয়ে মাঠে নামেন হামজা। সেদিন পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে এই ম্যাচেও শুরুর একাদশে থাকবেন এই মিডফিল্ডার। যদিও ব্রোমউইচের বিপক্ষে হামজাকে খেলানো হয়েছে লেফট-ব্যাক হিসেবে।

খেলাটি দেখবেন যেভাবে

ইভি চার্জার পয়েন্ট স্টেডিয়াম হবে খেলাটি। সরাসরি দেখা যাবে টিএনটি স্পোর্টস-এ।

 

সংবাদটি শেয়ার করুন