ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী শত বছরের দিকনির্দেশনা হবে গণভোট: আদিলুর রহমান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে আগামী শত বছরের দিকনির্দেশনা হবে গণভোট।তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের আগামী শত বছরের দিকনির্দেশনা হবে গণভোটের মাধ্যমে।

তিনি বলেন, ‘দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে হবে। পরিবার পরিজন নিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, বয়স্ক ভোটাররাও এক সঙ্গে গিয়ে ভোট দেবেন।

তিনি বলেন, এ নির্বাচনের একটা দিক হচ্ছে রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে জুলাই সনদ আমাদের দিয়ে গেছেন সেটার ব্যাপারে, সেটার পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে। আরেকটা দিক হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচন করছে। তাদের প্রতিনিধিরা নির্বাচিত হওয়াটা হচ্ছে আরেকটা দিক।

সংবাদটি শেয়ার করুন