দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টটি সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এবারও আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সাফ সূত্রে জানা গেছে, ভবিষ্যৎ পরিকল্পনায় ঢাকাকেই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সাফের নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন মিললেই বিষয়টি নিশ্চিত হবে।
গত বছর অনিবার্য কারণে সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত হওয়ায় এবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে টুর্নামেন্ট আয়োজন করতে চায় সাফ কর্তৃপক্ষ। সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রস্তুতি। তবে আয়োজক হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাফুফের পরবর্তী নির্বাহী সভার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, সাফের ভেন্যু গ্রহণ করব কি না, এ বিষয়ে বাফুফের সভা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসবে। ট্রফি প্রদর্শনী শেষ হওয়ার পর সভায় বসে আমরা সিদ্ধান্ত নেব বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে কিনা।
তবে সম্ভাবনার পাশাপাশি কিছুটা অনিশ্চয়তাও দেখা দিয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনায় বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক আগের মতো নেই বলে মত ফুটবল সংশ্লিষ্ট অনেকের। ফলে বাংলাদেশে সাফ অনুষ্ঠিত হলে ভারত অংশ নেবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভারত অংশগ্রহণ না করলে টুর্নামেন্টের ভেন্যু বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে, সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে অপেক্ষা ও অনিশ্চয়তার মাঝেই রয়েছে বাংলাদেশের ফুটবল অঙ্গন। বাফুফের আসন্ন সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা।




