ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদের সুবিধার জন্য যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড ছাড়ের আহ্বান

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বাংলাদেশিদের স্বল্পমেয়াদি বি-১ ব্যবসায়িক ভিসায় ভিসা বন্ড থেকে অব্যাহতির আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, সাম্প্রতিক ভিসা বন্ড নিয়মে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র যাতায়াত জটিল হয়ে উঠেছে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাকে প্রভাবিত করছে।ড. খলিলুর রহমান বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কেও হুকারকে অবহিত করেন এবং নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি আরও জানান, পর্যটকদের ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থানের হার কমলে ভিসা বন্ড সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জীবিকা সম্প্রসারণ বিষয়ক আলোচনা করা হয়। এছাড়া ড. খলিলুর রহমান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গেও পৃথক বৈঠক করেন, যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন