ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক শুরু হয়েছে। যেখানে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শক্রবার রাত সাড়ে নয়টার কিছু পরেই এই বৈঠক শুরু হয়।

এয়ার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বৈঠক আহ্বান করা হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দলীয় সূত্রগুলো বলছে, নেতৃত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সম্ভাবনা থাকায় বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘দুয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার যোগ্য। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহারেও আনুষ্ঠানিকতা দেখা যাচ্ছে না।

এই অনিশ্চয়তার কারণে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণায় দলীয় প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা হবে, তা নিয়েও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি।

বিএনপির মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তবে তিনি বরাবরের মতোই তৃণমূল নেতাকর্মীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে আগ্রহী বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন