ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নাজিমুদ্দিন আলম হলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এনেছে। ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমকে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মনোনয়ন সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী আজ ৯ জানুয়ারি নাজিমুদ্দিন আলমকে চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দল আশা প্রকাশ করেছে, নাজিমুদ্দিন আলম তার অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন