ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের গুরুত্ব কমে যাচ্ছে’

সাবেক ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের বিশেষত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। তাঁর মতে, প্রতি বছর আইসিসি কোনো না কোনো টুর্নামেন্ট আয়োজন করায় ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তাই আইসিসির উচিত টুর্নামেন্টের সংখ্যা কমিয়ে নতুনভাবে সূচি সাজানো।

২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী উথাপ্পা বলেন, ওয়ানডে এবং টি–টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পর্যাপ্ত বিরতি থাকা উচিত। নইলে খেলোয়াড়, দর্শক এবং সম্প্রচার সব পক্ষের কাছে টুর্নামেন্টগুলোর মান ও গুরুত্ব কমে যাবে।

উথাপ্পা আরও বলেন, প্রশাসনিক দিক থেকে ক্রিকেটের বিবর্তন এখন জরুরি। তিনি বলেন, প্রতি বছর একটার পর একটা আইসিসি চ্যাম্পিয়নশিপ আয়োজন হলে দর্শকরা ক্লান্ত। নতুনত্ব হারিয়ে যাচ্ছে। আইসিসি চ্যাম্পিয়নশিপের মান থাকা উচিত আলাদা, যা খেলোয়াড় ও দর্শক দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।

উথাপ্পার মতে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগের বিস্তারের মধ্যেই দর্শকরা অতিরিক্ত ক্রিকেটে ক্লান্ত। অতিরিক্ত বিশ্বকাপ আয়োজন করলে চাপ আরও বেড়ে যায়। তাই দুই বিশ্বকাপের মধ্যে পর্যাপ্ত বিরতি রাখা জরুরি। সাবেক উইকেটকিপার-ব্যাটার বলেন, এটি কঠিন সত্য, যা প্রশাসকদের মেনে নিতে হবে। খেলাটাকে জোর করে অন্য পথে ঠেলে লাভ হবে না।

উল্লেখ্য, ২০২১ সালের পর থেকে কোনো বছর এমন হয়নি যেখানে পুরুষ বা নারী বিভাগে ওয়ানডে বা টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। ২০২৬ সালও ব্যতিক্রম নয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। মাত্র তিন মাস পর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের টি–টোয়েন্টি বিশ্বকাপ

সংবাদটি শেয়ার করুন