ইংল্যান্ডের সাবেক পেসার আজমল শাহজাদ মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আগে লর্ডসের কোচিং বিভাগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কাজ করেছেন এবং এরপর ডারবিশায়ারে সহকারী কোচ (বোলিং লিড) হিসেবে পাঁচ বছর কাটান।
শাহজাদ এখন লর্ডসে ফিরে এমসিসির হেড কোচ হিসেবে পুরো কোচিং টিমের নেতৃত্ব দেবেন। তার লক্ষ্য সব স্তরের ক্রিকেটে মানসম্মত কোচিং নিশ্চিত করা, যা সাধারণ অংশগ্রহণমূলক প্রোগ্রাম থেকে শুরু করে এলিট পারফরম্যান্স পরিবেশ পর্যন্ত বিস্তৃত হবে।
সাবেক ইয়র্কশায়ার, ল্যানকাশায়ার, নটিংহ্যামশায়ার ও সাসেক্সের পেসার শাহজাদ ২০১৭ সালে পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর কোচিং পেশায় যুক্ত হন। নতুনভাবে সংস্কারকৃত লর্ডস পারফরম্যান্স সেন্টার থেকে তিনি ক্লাবের ক্রিকেট কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে সব কোচিং কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
নতুন দায়িত্ব পেয়ে শাহজাদ বলেন, লর্ডসে ফিরে এসে আমাদের প্রতিভাবান কোচদের সঙ্গে কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত। খেলোয়াড় এবং কোচ হিসেবে আমার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করি। আমি চাই আমাদের দল ও এমসিসি সব স্তরের ক্রিকেটে প্রভাব রাখতে সক্ষম হোক।
এমসিসির হেড অফ প্রোগ্রামস রিকি রেনল্ডস বলেন, আজমলকে ফের এমসিসিতে পেয়ে আমরা আনন্দিত। একজন অভিজ্ঞ কোচ হিসেবে তিনি এমন একটি কোচিং ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন যা খেলোয়াড়দের বিকাশে সহায়তা করবে। লর্ডস পারফরম্যান্স সেন্টারকে বিশ্বমানের কোচিং, উদ্ভাবন ও কোচ উন্নয়নের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।




