স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্বাচনবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, যারা দেশে নির্বাচন চায় না, তারাই এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নিহত মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানান সালাহউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মোসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, নির্বাচনবিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটাচ্ছে। এই জাতীয় অপশক্তিই মোসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তার আশঙ্কা।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত স্বৈরাচার নির্বাচনকে ব্যর্থ করতে চায় এবং সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র সফল হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।
এ সময় তিনি নিহত মোসাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন। তিনি বলেন, মোসাব্বিরের স্ত্রী ও সন্তানদের জীবনের সার্বিক প্রয়োজন দলের পক্ষ থেকে বহন করা হবে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




