টানা ৬ ম্যাচে হারের ধাক্কা খেয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলমান আসরে নোয়াখালী এক্সপ্রেসের যাত্রা ঝুঁকিতে। নবাগত ফ্র্যাঞ্চাইজিটি এখনও একটি জয়ে তৃষ্ণায় আছে।
আজ (৯ জানুয়ারি) তারা রংপুর রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নোয়াখালীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়। নোয়াখালী দুই পরিবর্তন নিয়ে একাদশে নামছে, যেখানে হাবিবুর রহমান সোহান ও বিলাল সামি ফিরে এসেছেন, আর মাজ সাদাকাত ও আবু জায়েদ রাহি বাদ পড়েছেন। অন্যদিকে রংপুর রাইডার্স চারজন পরিবর্তন এনেছে ইফতিখার আহমেদ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ মৃত্যঞ্জয় চৌধুরী ও নাহিদ রানাকে ফিরিয়ে এনে বিশ্রাম দেওয়া হয়েছে কাইল মেয়ার্স, আকিফ জাবেদ, রাকিবুল হাসান ও আলিস আল ইসলামকে।
কাগজে কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুরের বিপক্ষে নোয়াখালীর অবস্থা কঠিন। ৬ ম্যাচে শূন্য জয় নিয়ে তাদের বাঁচার সম্ভাবনা আজকের ফলাফলের উপর নির্ভর করছে। ম্যাচ হেরে গেলে পরবর্তী ৩টি ম্যাচ জিতলেও তারা চতুর্থ দলের তুলনায় পিছিয়ে থাকবে। ইতোমধ্যেই রাজশাহী ওয়ারিয়র্স ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ: শাহাদাত হোসেন দীপু, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নবি, হায়দার আলী, জাকের আলী অনিক, মেহেদী হাসান রানা, জহির খান, হাসান মাহমুদ, বিলাল সামি।
রংপুর রাইডার্স একাদশ: লিটন দাস, দাউদ মালান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইফতিখার আহমেদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), খুশদিল শাহ, মোস্তাফিজুর রহমান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, নাহিদ রানা।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




