ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিশাদ হোসেনের ৩ উইকেট: হোবার্টের দাপুটে জয়

হোবার্ট হারিকেনসের লেগ স্পিনার রিশাদ হোসেন আজ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ত্রয়ী উইকেটের দাপট দেখালেন। ৪ ওভার বোলিংয়ে মাত্র ২৬ রান খরচ করে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হোবার্টের ব্যাটিংয়ে টসে হেরে প্রথমে নামা দল ১৭৮ রান সংগ্রহ করলেও, জবাবে অ্যাডিলেডের ব্যাটসম্যানরা ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায়।

টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর আজ আবার উইকেটের দেখা পেলেন রিশাদ। এই জয়ে তার বিগ ব্যাশে উইকেট সংখ্যা বেড়ে ১১ স্পিনারদের মধ্যে এটি যৌথভাবে সর্বোচ্চ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপেরও ১১টি উইকেট আছে।

রিশাদের আজকের সাফল্য শুরু হয় প্রথম ওভারের শেষ বলেই। প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হ্যারি মানেটি। পরের ওভারের প্রথম বলেই স্টাম্পড হন জেমি ওভারটন। প্রথম দুই ওভারে ২ উইকেট পেলেও, রিশাদের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি দৃঢ় ছিল না সেই দুই ওভারেই ২১ রান আসে। এরপরের দুই ওভারেই তিনি দৃঢ়তা দেখান, মাত্র ৫ রান খরচ করে তুলে নেন লুক উডের উইকেট।

হোবার্টের পেস আক্রমণও ছিল দারুণ। রিশাদ পঞ্চম ওভারে বোলিংয়ে আসার আগে অ্যাডিলেডের ৪ উইকেট তুলে নেন রিলে মেরেডিথ ও নাথান এলিস। এরপরও, লিয়াম স্কটের ৫৮ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসে অ্যাডিলেড ১৪১ রানে থেমে যায়।

রিশাদ ও হোবার্টের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন