ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পীর-আউলিয়ার দেশে মাজারে হামলা গ্রহণযোগ্য নয়: শফিকুল আলম

ময়মনসিংহে মাজার পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সতর্ক করে বলেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলাম পীরদের মাধ্যমে এসেছে। কেউ যেকোনো অজুহাত দেখিয়ে মাজারে হামলা করলে তা মোটেও গ্রহণযোগ্য নয়।’

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তিনি নগরের জুবলী রোডের বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে এই মাজারে বার্ষিক ওরস ও সামা কাওয়ালির সময় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছিল।

মাজার পরিদর্শন শেষে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে। সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।’ তিনি আরও যোগ করেন, ‘গত বছরের তুলনায় পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে। মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সাধারণ মানুষও সতর্ক ও সচেতন হচ্ছে।’

প্রেস সচিব এই পরিদর্শনকে দেশের ঐক্য ও শান্তি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তিনি জনগণকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান এবং মাজারে হামলার ঘটনায় যে কোনো ধরনের পুনরাবৃত্তি রোধে সরকারি পদক্ষেপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন