বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত। এই আমানতকে কেবল সৎ ও উপযুক্ত ব্যক্তির হাতে দেওয়া উচিত। যদি খেয়ানতকারী ব্যক্তির হাতে ভোটের আমানত তুলে দেওয়া হয়, তাহলে সেই খেয়ানতের দায়ও ভোটারদের ওপর বর্তায়।
শুক্রবার (৯ জানুয়ারি) খুলনার ডুমুরিয়ার মাগুরখালী ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদ হলো দেশের আইনসভা। ৩০০ সংসদ সদস্য যারা আইন প্রণয়ন করবেন, সেই আইনেই দেশ চলবে। পাশাপাশি, তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্বও নির্ধারণ করবেন। তিনি বলেন, যদি ৩০০ আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে সৎ ও আল্লাহভীরু সদস্য নির্বাচিত হয়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তারা কেউই স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জুলুমমুক্ত শাসনের গ্যারান্টি দিতে পারেননি। এছাড়া, আলেম ও ওলামাদের দীর্ঘদিন ধরে শুধুমাত্র মসজিদ, মাদরাসা, জানাজা ও ইমামতির সঙ্গে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা মসজিদের ইমাম হবেন, তারা রাষ্ট্রেরও ইমাম হবেন; যারা জানাজার ইমাম হবেন, তারা পার্লামেন্টেও ন্যায় প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। বক্তৃতা শেষে তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করেন এবং বলেন, আল্লাহ যেন দেশের সকল কাজকে ইবাদত হিসেবে কবুল করেন এবং জাতিকে খেয়ানত থেকে রক্ষা করেন।




