ডিসেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি মাসসেরা ক্রিকেটার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে তিন দেশের তিনজন ক্রিকেটারকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্দান্ত ব্যাটিং-বোলিং নৈপুণ্যে আলো ছড়ানো এই তিন তারকার মধ্য থেকেই একজনকে ডিসেম্বরের সেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করবে আইসিসি।
একই সঙ্গে নারী বিভাগেও দুই দেশের তিন ক্রিকেটার পেয়েছেন মাসসেরা হওয়ার মনোনয়ন।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ডিসেম্বর মাসজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। নিউজিল্যান্ড সফরে তিন টেস্টে তিনি করেছেন ২৮৩ রান, গড় ৫৬.৬০। এর মধ্যে ক্রাইস্টচার্চ টেস্টে তাঁর ২০২ রানের মহাকাব্যিক ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে এনে দেয় মূল্যবান ড্র।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন গ্রিভস ডিসেম্বর মাসে শিকার করেছেন ৫টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই মনোনয়নে জায়গা করে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
একই সিরিজে বল হাতে ভয়ংকর রূপে দেখা গেছে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিকে। তিন টেস্টে তিনি নিয়েছেন ২৩ উইকেট, গড় মাত্র ১৫.৪৩ সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি।
ডাফির আগুনে বোলিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে সিরিজ হারায় নিউজিল্যান্ড। সিরিজসেরার পুরস্কারও ওঠে ডাফির হাতে। শুধু তাই নয়, ২০২৫ সালে কিউইদের হয়ে এক বছরে ৮১ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলির (৭৯ উইকেট, ১৯৮৫) দীর্ঘদিনের রেকর্ড।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক অ্যাশেজ সিরিজে ছিলেন অপ্রতিরোধ্য। ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানো অস্ট্রেলিয়ার সাফল্যে বড় ভূমিকা রাখেন তিনি।
ডিসেম্বর মাসে খেলা তিন টেস্টে স্টার্ক শিকার করেন ১৬ উইকেট, পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে যোগ করেন ১৩৯ রান। দ্বিতীয় টেস্টে ম্যাচসেরার পুরস্কার জেতা স্টার্কের অলরাউন্ড অবদানই তাকে মাসসেরার দৌড়ে এগিয়ে দিয়েছে।




