ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের ধাক্কায় গ্যাস বিতরণ লাইনে ক্ষতি হয়েছে। এর ফলে ঢাকা মহানগরজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে এবং বহু এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস জানায়, ক্ষতিগ্রস্ত বিতরণ পাইপলাইনের মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে মেরামতের সময় পাইপলাইনের ভেতরে পানি প্রবেশ করায় এবং একই সময়ে ঢাকা শহরে গ্যাস সরবরাহের পরিমাণ কম থাকায় মহানগরীতে মারাত্মক গ্যাস স্বল্পচাপ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসের স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট টিম কাজ করছে।

এদিকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন