ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন নির্বাচন শুধুমাত্র পাঁচ বছরের জন্য সীমাবদ্ধ কোনো সাধারণ নির্বাচন নয়; এটি দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় গোরে শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ভোটের গাড়ি প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এবারের নির্বাচনে জনগণের কাছে একটি গণভোট রয়েছে। তিনি উল্লেখ করেন, যদি মানুষ সংসদীয় গণতন্ত্র, ক্ষমতার ভারসাম্য, ন্যায্য বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার চান, তাহলে তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি মনে করেন সংস্কার চান না, তাহলে ‘না’ ভোট দিতে পারেন। ভোটদানের ক্ষেত্রে কোনো ধরনের জবরদস্তি থাকবে না।

তিনি আরও বলেন, এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। তাদের আত্মত্যাগের সম্মান জানাতে হবে এবং ঐ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এজন্য আমরা নিজেরাও ‘হ্যাঁ’ ভোট দেব।

ফাওজুল কবির খান বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল মূলত সঠিক ভোট গ্রহণ না হওয়ায়। মানুষ যাদের নির্বাচিত করতে চেয়েছিল, তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পূর্ণ আলাদা হবে। যে ব্যক্তি নির্বাচনে জিতবে, তাকে আমরা বিজয়ী হিসেবে স্বীকৃতি দেব—চাই তার দল, ধর্ম, বর্ণ বা গোত্র যাই হোক।

তিনি জোর দেন, এই জেলায় উল্লেখযোগ্যসংখ্যক সংখ্যালঘু ও আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন