সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের আজকের ম্যাচে সিলেট টাইটান্স ঢাকার ওপর প্রাধান্য স্থাপন করেছে। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সিলেট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর ঝড়ো ব্যাটিং এবং জোড়া উইকেট শিকারের সুবাদে সহজে জয় পায় সিলেট।
ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তাওফিক খান সিলেটকে শক্তিশালী শুরু দেন। ৬ ওভারের পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলতে সক্ষম হয় দল। পাওয়ারপ্লে শেষে জুটি ভেঙে যায়। তাওফিক ২১ বলে ১৭ রান করে ফিরে যান, আর ইমন ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন। চারের ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব ৯ বলে ৬ রান করে আউট হন।
আফিফের বিদায়ের পর ক্রিজে আসে আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে সিলেটের ইনিংস এগিয়ে যায়। আরিফুল ২৯ বলে ৩৮ রান করেন, আর ওমরজাই ২৩ বলে ৩৩ রান করেন। শেষ দিকে মঈন আলী ৮ বলে ২৮ রান করে ইনিংসকে ঝড়ো মোড়কে পৌঁছে দেন। মিরাজ এবং ইথান ব্রুকসও অবদান রাখেন, শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান পূর্ণ হয়।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুতেই ভালো লড়াই দেখায়। ওপেনিং জুটি গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন ৫৬ রান তুলেন। মামুন ১১ বলে ২৪ রান করেন। গুরবাজ ধীরে ব্যাটিং করেন, ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তবে সিলেটের বোলারদের ধারাবাহিক উইকেট ঢাকা টার্গেট পূরণে ব্যর্থ করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানেই থেমে যায় ঢাকা।
সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩ উইকেট শিকার করেন। মঈন আলী ২ উইকেট নেন। এছাড়া রুয়েল মিয়াহ, আজমতউল্লাহ ওমরজাই এবং নাসুম আহমেদ ১টি করে উইকেট নেন। মঈন আলীর ঝড়ো পারফরম্যান্সের জোরে সিলেট ২০ রানের বড় জয় নিশ্চিত করে।




