ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। একই সঙ্গে কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

পুনর্গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক ও সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম ও জাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন