ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আরিফুল-ওমরজাইয়ের পর মঈনের ঝড়: ঢাকাকে বড় লক্ষ্য দিল সিলেট টাইটান্স

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৮তম ম্যাচে আজ টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট টাইটান্স। ৬ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় তারা। জবাবে ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ০.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১ রান সংগ্রহ করেছে।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকার অধিনায়ক, কিন্তু সিলেটের ব্যাটাররা সেই সিদ্ধান্তকে শুরু থেকেই চ্যালেঞ্জ জানায়। আক্রমণাত্মক ব্যাটিং আর মাঝের ওভারগুলোতে কার্যকরী জুটির ওপর ভর করে স্কোরবোর্ডে ১৮০ রান তোলে সিলেট। ইনিংসের শেষ দিকে ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং ঢাকাকে ম্যাচ থেকে কিছুটা ছিটকে দেওয়ার চেষ্টা করেছে। ঢাকার বোলাররা ৬টি উইকেট নিতে পারলেও রানের গতি সেভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

জয়ের জন্য ঢাকাকে করতে হবে ১৮১ রান। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা কিছুটা সাবধানী করেছে ক্যাপিটালসরা। ইনিংসের প্রথম ৩ বলে এসেছে মাত্র ১ রান। সিলেটের ঘরের মাঠে এই বিশাল লক্ষ্য তাড়া করে জয় পাওয়া ঢাকার জন্য বেশ কঠিন পরীক্ষা হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বিশেষ করে রাতের উইকেটে সিলেটের বোলাররা কতটা সুবিধা পান, তার ওপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ।

এক নজরে বর্তমান অবস্থা

দলরান/উইকেটওভারলক্ষ্যমাত্রা (Target)
সিলেট টাইটান্স১৮০/৬২০.০
ঢাকা ক্যাপিটালস১/০০.৩১৮১ রান

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

 

সংবাদটি শেয়ার করুন