ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশির পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট স্মারকের অনুলিপি চিঠির সঙ্গে সংযুক্ত করে নির্ধারিত সময়সূচি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে স্মারকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে (৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত) প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল (jahida.net@gmail.com) ঠিকানায় পাঠানো হবে।

এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সব তথ্য নির্ধারিত সময়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন