ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের জন্য দায়মুক্তি নিশ্চিতের খসড়া অধ্যাদেশ

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই জুলাইযোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করার জন্য একটি খসড়া অধ্যাদেশ তৈরি করেছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জীবন বাজি রেখে দেশের ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি দাবিতে নেমেছিল,এবং সেই সময় ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে নেওয়া প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে তাঁদের দায়মুক্তি প্রদান আইনসঙ্গত।

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, এই ধরনের আইন প্রণয়ন বৈধ এবং বিশ্ব ইতিহাসে সমসাময়িক গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন দেশে দায়মুক্তির ব্যবস্থা গ্রহণের নজির রয়েছে।তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন বৈধ হিসেবে স্বীকৃত, এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।

এসব আইনি নজির এবং প্রমাণের আলোকে আইন মন্ত্রণালয় এই খসড়া অধ্যাদেশ প্রণয়ন করেছে, যা উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি জানান, জুলাইকে নিরাপদ রাখা দেশের জন্য একটি পবিত্র দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন