আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার সঙ্গে জেলা জামায়াতের আমিরসহ পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।
দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনের সময় জামায়াতের প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এছাড়া তিনি জানিয়েছেন, বিএনপির সমর্থিত প্রিজাইডিং অফিসার নির্বাচনে দায়িত্বে থাকায় নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়গুলো বিস্তারিত জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানিয়েছেন, জমা দেওয়া অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, যাতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ থাকে। এই সাক্ষাৎক্রমে প্রার্থী দেলোয়ার হোসেন ও তার সঙ্গে থাকা জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযোগগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।




