দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব ঘটনা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার মতো নয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরাঞ্চল সফর নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় পরিসরে সফরে যাচ্ছেন তারেক রহমান। চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের নয়টি জেলা পরিদর্শন করবেন। তবে কয়েকটি রাজনৈতিক দল তার এই সফরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের এই সফর কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে দুর্বৃত্তরা হত্যা করেছে, যার পেছনেও ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
এ ধরনের ঘটনাগুলো নির্বাচনে প্রভাব ফেলবে কি না—এ প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও এগুলো ভোটের সার্বিক পরিবেশে কোনো প্রভাব ফেলবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত সব দল সম্মিলিতভাবে নির্বাচন সফল করবে।




