জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ সংসদের মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছে এই প্যানেল।
অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে ভোটের ব্যবধান ছিল ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।
এছাড়া অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবীব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নাওয়ার, ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন।
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফাতেমা আক্তার (অওরিন)। একই প্যানেল থেকে আকিব হাসান, শান্তা আক্তার, জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে মোহাম্মদ সাদমান আমিন ও ইমরান হাসান ইমন কার্যনির্বাহী সদস্য হিসেবে জয় পেয়েছেন।




