ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চোটে পড়ে যে বার্তা দিলেন কিলিয়ান এমবাপে

রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমের আক্রমণভাগের প্রধান ভরসা কিলিয়ান এমবাপে। গোলের খাতায় নিয়মিত নাম লেখানো এই ফরাসি তারকাই এখন লস ব্লাঙ্কোসদের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু মৌসুমের গুরুত্বপূর্ণ এক সময়ে বড় ধাক্কা খেল রিয়াল চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন এমবাপে।

সুপার কাপ সেমিফাইনালে এমবাপেকে পাচ্ছে না রিয়াল

হাঁটুর চোটের কারণে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মাঠে নামতে পারছেন না এমবাপে। এ কারণে সৌদি আরব সফরেও দলের সঙ্গে যাননি তিনি। ফলে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনাল তো বটেই, রিয়াল ফাইনালে উঠলেও সেখানে তার খেলার সম্ভাবনাও থাকছে না।

মাঠের বাইরে থেকেও সতীর্থদের অনুপ্রেরণা

দলের বাইরে থাকলেও মানসিকভাবে সতীর্থদের পাশে আছেন এমবাপে। সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াল মাদ্রিদের প্রতি নিজের সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘দলকে শুভকামনা। তোমাদের ওপর আমার এক হাজার শতাংশ বিশ্বাস আছে। আমরা জিতবই। এগিয়ে চলো মাদ্রিদ! সুপার কাপ জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ি।’

দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন ফরাসি তারকা

চোটে ছিটকে গেলেও এমবাপের চলতি মৌসুমের পারফরম্যান্স চোখধাঁধানো। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ২৯ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। লা লিগায় একাই ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল যা তার ধারাবাহিকতা ও প্রভাবের স্পষ্ট প্রমাণ।

কঠিন পরীক্ষার মুখে রিয়াল

এমবাপেকে ছাড়াই আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই লড়াইয়ে এমবাপের অনুপস্থিতি নিঃসন্দেহে রিয়ালের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন