বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটানস শিবিরে হঠাৎই নেমে এসেছে চমক। টুর্নামেন্টজুড়ে দলটির হয়ে খেলার কথা থাকলেও মাঝপথেই বাংলাদেশ ছেড়ে দেশে ফিরেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। সিলেট টাইটানস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মাঝপথে বিদায় আমিরের
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি–টোয়েন্টি শেষ করে বিপিএল খেলতে বাংলাদেশে আসেন মোহাম্মদ আমির। শুরু থেকেই সিলেট টাইটানসের জার্সিতে নিয়মিত খেলেছেন তিনি। দলের প্রথম ম্যাচগুলোতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার। সিলেটের পাওয়া তিনটি জয়ের পেছনেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।
পারিশ্রমিক পরিশোধ, সঙ্গে সাইমও দেশে ফিরলেন
সিলেট টাইটানসের বিবৃতিতে জানানো হয়েছে, আমিরের প্রাপ্য পারিশ্রমিকের ৭০ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দল ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুব। সাইম সিলেটের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এবং ওই চার ম্যাচের পুরো পারিশ্রমিক তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সাইমের বিদায়ের কারণ স্পষ্ট, আমিরের নয়
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব। জাতীয় দলের ব্যস্ততার কারণেই বিপিএল ছেড়ে তিনি দেশে ফিরেছেন বলে জানানো হয়। সিরিজ শেষ হলে আবার সিলেট টাইটানসে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার। তবে মোহাম্মদ আমিরের হঠাৎ বিদায়ের পেছনে ঠিক কী কারণ সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি সিলেট টাইটানস কর্তৃপক্ষ।
আমিরের বিপিএল পরিসংখ্যান
চলতি বিপিএলে সিলেট টাইটানসের হয়ে মোট ৬টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আমির। এসব ম্যাচে তার শিকার ৪টি উইকেট। অভিজ্ঞ এই পেসারের বিদায় সিলেটের বোলিং আক্রমণে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।




