নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চ নিয়ে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। লঙ্কান কন্ডিশনে রাতের শিশির এবং পেসারদের শুরুর সুবিধা কাজে লাগাতেই এই পরিকল্পনা সফরকারী পাক বাহিনীর।
ম্যাচের বর্তমান অবস্থা
টসে হেরে ব্যাটিংয়ে নেমে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে ইনিংস শুরু করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে শুরুতেই উইকেট না হারানোর দিকে মনোযোগ লঙ্কান ওপেনারদের। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কা ১.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে। বর্তমান রান রেট ৫.২৫, যা নির্দেশ করছে দুই দলই শুরুতে একে অপরকে মেপে দেখছে।
মাঠের আবহাওয়া ও কৌশল
ডাম্বুলার উইকেট সাধারণত ব্যাটারদের জন্য সহায়ক হলেও ইনিংসের শুরুতে পেসাররা কিছুটা মুভমেন্ট পাচ্ছেন। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ শুরু থেকেই গতির ঝড় তুলে লঙ্কান ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন। অন্যদিকে, লঙ্কানদের লক্ষ্য পাওয়ারপ্লে-র শেষ দিকে রানের গতি বাড়িয়ে একটি বড় সংগ্রহের ভিত গড়া।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




