ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাভেদ হোসেন রিপনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিপন সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদর ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে এসআই মর্তুজা মামলা দায়ের করেন।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাভেদ হোসেন রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন