ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিতাড়িত গোষ্ঠী প্রোপাগান্ডা চালাচ্ছে: সাখাওয়াত হোসেন

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন- তারা বসে নেই।

বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মনোভাব কেমন? তারা কি আগের মতোই থাকতে চায়, নাকি নতুনভাবে পরিবর্তন আনতে চায়—এ ধরনের কোনো স্পষ্ট বক্তব্য আমরা এখনো কোনো বড় রাজনৈতিক দলের কাছ থেকে পাইনি। যদিও নতুন কিছু রাজনৈতিক দল, বিশেষত যাদের অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত এনসিপি, তাদের কাছ থেকে আমরা কিছু মন্তব্য শুনেছি। তবে বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে পারে বা যেতে পারে, তাদের পক্ষ থেকে এখনও এ ধরনের কোনো অঙ্গীকার পাওয়া যায়নি।

সাখাওয়াত হোসেন আরও উল্লেখ করেন, আমি ইতিমধ্যেই অনেক গুঞ্জন শুনেছি। নানা ধরনের প্রচারণা চলছে। যারা বিতাড়িত হয়েছে, তারা বসে নেই। তাদের প্রোপাগান্ডা চলছে, আর তাদের কাছে যথেষ্ট অর্থ ও বিদেশি সহায়তা রয়েছে।

তিনি আরও বলেন, গণভোটের নিরাপত্তা ও শুদ্ধতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে মাঠে নামতে হবে। সরকার এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে।

সংবাদটি শেয়ার করুন