ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাঠে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে সাত দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে এবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সাতদিন মাঠে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৭ জানুয়ারি) এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন—৮ থেকে ১৪ ফেব্রুয়ারি—আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে।

এবার নির্বাচনে মোট ভোটার রয়েছেন পৌনে ১৩ কোটি। ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ভোটকক্ষের নিরাপত্তা তদারকি করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপির সদস্য সংখ্যা হবে প্রায় সাড়ে ৫ লাখ। এছাড়া, সশস্ত্র বাহিনীর সদস্য থাকবে ৯০ হাজারের বেশি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ডও দায়িত্ব পালন করবে।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করেন। এরপরই সম্ভাব্য একজন প্রার্থী গুলিবিদ্ধ হন এবং দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিইসি, অন্যান্য কমিশনার ও সচিব, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক শেষে ভোটের নিরাপত্তা জোরদারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিপত্র জারি করেছে।

সংবাদটি শেয়ার করুন