ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আজ ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির বৈঠক

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একের পর এক কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়টি সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিল বিসিবি।

বিসিবির সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। গতকাল রাতে পাঠানো উত্তরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি, বিসিবির পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তা ও অন্যান্য উদ্বেগের বিষয়গুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

এই অবস্থায় আজ (বুধবার) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও ১৪ জন পরিচালক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে ঢাকা পোস্ট। প্রয়োজনে কয়েকজন পরিচালক ভার্চ্যুয়ালি (জুম মিটিংয়ের মাধ্যমে) বৈঠকে যুক্ত হতে পারেন।

বৈঠকটি অনুষ্ঠিত হবে ক্রীড়া উপদেষ্টার দপ্তরে। সভার প্রধান আলোচ্যসূচি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিই প্রাধান্য পাবে বলে জানা গেছে। এই বৈঠকের পরই বিসিবির পরবর্তী অবস্থান ও করণীয় নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

সব মিলিয়ে, মুস্তাফিজুর রহমান ইস্যু থেকে শুরু হওয়া এই সংকট এখন কেবল ক্রিকেটীয় নয় বরং কূটনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তাজনিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন