জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় বিসিসিআইকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “ক্রিকেটারের সঙ্গে নয়, বাংলাদেশ সরকারের সঙ্গে লড়াই করুন।” মঙ্গলবার নয়াদিল্লির পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশ্ন করেন, “খেলোয়াড়ের কী দোষ? তাকে সরিয়ে দিলে কি বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে?”
মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের ইতিহাস রয়েছে এবং বাংলাদেশের জনগণ কখনও তাদের দেশে ক্ষতি করেনি। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের দেশে সন্ত্রাস ছড়ায়নি। তাই খেলোয়াড়ের ওপর আক্রমণ করার কোনো যৌক্তিকতা নেই।”
এর আগে, কলকাতা নাইট রাইডার্স দল মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। কিন্তু বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিবাদের পর বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ওমর আবদুল্লাহ আরও অভিযোগ করেছেন, বিজেপি খেলাধুলায় ধর্মের ভিত্তিতে নীতি প্রয়োগ করে। তিনি উল্লেখ করেন, “যখন জম্মু ও কাশ্মীরের ফুটবল দলে বেশি মুসলিম খেলোয়াড় থাকত, তখন তাদের আপত্তি ছিল। কিন্তু ক্রিকেট দলে মুসলিম কম থাকলে তাদের কোনো সমস্যা হয় না। আমরা খেলাধুলাকে খেলা হিসেবে দেখি, তারা খেলায় ধর্ম দেখে।”
এ ঘটনায় মুখ্যমন্ত্রী মুস্তাফিজের পাশে দাঁড়িয়ে ধর্মভিত্তিক বৈষম্যের সমালোচনা করেছেন এবং খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক প্রভাবিত হিসেবে আখ্যায়িত করেছেন।




