ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চলছে নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালসের খেলা: ম্যাচটি সরাসরি দেখুন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে বিপিএলের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস। টসে জিতে শুরুতেই ফিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ কিন্তু কৌশলী সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক। সিলেটের উইকেটে থাকা আর্দ্রতা ও পেসারদের জন্য সহায়ক পরিবেশকে কাজে লাগানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেয় ঢাকা।

ব্যাটিংয়ে নেমেই চরম চাপে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকার পেস আক্রমণের সামনে ইনিংসের শুরু থেকেই ছন্দ হারায় দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নোয়াখালী বড় সংগ্রহ গড়ার লড়াইয়ে পড়ে যায় শুরুতেই।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নোয়াখালী এক্সপ্রেস ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১১২ রান। ক্রিজে এখন আছেন নির্ভরযোগ্য ব্যাটার হায়দার আলী ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। শেষ দুই ওভারে এই জুটির ওপরই ভরসা নোয়াখালীর। দ্রুত রান তুলতে পারলে সম্মানজনক সংগ্রহের আশা দেখছে দলটি।

বল হাতে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে ঢাকা ক্যাপিটালস। বিশেষ করে পাওয়ারপ্লেতে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়মিত উইকেট তুলে নিয়ে নোয়াখালীকে ব্যাকফুটে ঠেলে দেন। তাদের গতিময় ও সুইং নির্ভর বোলিংয়ে ছন্দ খুঁজে পায়নি নোয়াখালীর টপ অর্ডার।

মাঝের ওভারগুলোতে হায়দার আলী ও মোহাম্মদ নবীর ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও ঢাকার বোলাররা লাইন-লেংথ ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে। ধারণা করা হচ্ছে, পুরো ইনিংস ১১৪ থেকে ১২০ বলের মধ্যেই শেষ হবে। ডেথ ওভারে ঢাকার মূল লক্ষ্য থাকবে নোয়াখালীকে ১২০ থেকে ১৩০ রানের মধ্যেই আটকে রাখা।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন