দেশের প্রতিরক্ষা বাহিনীতে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন যাঁরা লালন করেন, তাঁদের জন্য এসেছে দারুণ সুযোগ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে যোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং পদটি অফিসার ক্যাডেট। এই কোর্সের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ভবিষ্যতে সেনাবাহিনীর কমিশন্ড অফিসার হিসেবে গড়ে তোলা হবে। পদসংখ্যা নির্দিষ্ট না থাকলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে বাছাই করা হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ৫৪ কেজি। নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮–৩০ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ৪৬ কেজি। উল্লেখ্য, উচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর নির্ধারিত স্কেলের চেয়ে অতিরিক্ত ওজন থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতায় জাতীয় মাধ্যমের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলের ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে ২টিতে ‘এ’, ৩টিতে ‘বি’ এবং ১টিতে ‘সি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলের ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড প্রয়োজন।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতায় কিছুটা ছাড় রয়েছে। তাঁদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া ২০২৬ সালের এইচএসসি বা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাঁদের অবশ্যই এসএসসি বা ‘ও’ লেভেলে নির্ধারিত ফলাফল থাকতে হবে।
বয়সসীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ০১ জানুয়ারি ২০২৭ তারিখে হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২৩ বছর।
বৈবাহিক অবস্থার শর্ত অনুযায়ী প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বিপত্নীক, বিধবা, তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছেদকারী প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন না।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত সব তথ্য সেখানে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ ২০২৬, তাই আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।




