ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারে মন্ত্রণালয়গুলোর সমন্বয় জরুরি: রিজওয়ানা হাসান

পরিবেশ, বনজলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্যসম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা, প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানো সময়ের দাবিস্যাটেলাইটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে, পাশাপাশি দুর্নীতি ও অপরাধ হ্রাসে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ‘বিজনেস স্ট্র্যাটেজিক ডায়ালগ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার বর্তমান সময়ের অপরিহার্য দাবি। রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার, সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় স্যাটেলাইট প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে বিএসসিএল-এর সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে স্যাটেলাইট প্রযুক্তির কার্যকর ব্যবহারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

ডায়ালগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

এছাড়া বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাবের এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্ল্যাহ মিয়ান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন