বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২৫-২৮ টাকা এবং প্রতি কেজিতে নেমে এসেছে ১০০ টাকার নিচে। জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

এখন দেশে উৎপাদিত প্রতি কেজি পেঁয়াজ ৯২ টাকায় বিক্রি হচ্ছে। যা চারদিন আগেও ছিল ১২০ টাকার উপরে। চারদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২৮ টাকা।

জানা যায়, গত সপ্তাহে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম। সেকারণে পেঁয়াজের মোকামগুলোয় মণপ্রতি পেঁয়াজ আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা ছিল। সরবরাহ সংকটের কারণে তা বেড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায় উঠে যায়। তবে এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারে পেঁয়াজ আসা বেড়ে যাওয়ায় কমে এসেছে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  একদিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

সংবাদটি শেয়ার করুন