ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে থমকে গেল জকসু ভোট গণনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া প্রযুক্তিগত জটিলতায় থমকে গেছে। একাধিক ভোট গণনা যন্ত্রে ভিন্ন ফলাফল আসায় তাৎক্ষণিকভাবে ফল প্রকাশে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে প্রায় ৯টা ২০ মিনিটে ভোট গণনা বন্ধ রাখার ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান। তিনি জানান, ভোট গণনার জন্য দুটি কোম্পানি থেকে ছয়টি মেশিন সংগ্রহ করা হয়েছিল। তবে কিছু মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ায় আপাতত গণনা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হলেও ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছায় বিকেল ৫টার দিকে। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হলে দুটি মেশিনে আলাদা ফলাফল প্রদর্শিত হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ভোট গণনা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশনের আয়োজনে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে একটি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই সময় মেশিনের মাধ্যমে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত সম্মতি দেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিলও সেখানে উপস্থিত থেকে সিদ্ধান্তে স্বাক্ষর করেন। তবে ভোটের আগের দিন, অর্থাৎ ৫ জানুয়ারি, ওই প্যানেল হঠাৎ অবস্থান পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি তোলে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন