ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমজীবী মানুষের পেশা হতে হবে মর্যাদাসম্পন্ন: রিজভী

দেশে গরিব ও শ্রমজীবী মানুষরাই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, এই নির্যাতন থেকে মুক্তি পেতে এবং সম্মানজনক জীবন নিশ্চিত করতে শ্রমজীবী পেশাগুলিকে মর্যাদাসম্পন্ন হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। একই সঙ্গে তিনি সংগঠনটির সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, শুধু মিছিল-মিটিং করার উদ্দেশ্যে ‘জাতীয়তাবাদী’ নাম ব্যবহার করে সংগঠন গড়ে তোলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট পেশাজীবীদের সমাজে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। শুধু মিছিল-মিটিংয়ের জন্য সংগঠন তৈরি করলেই হবে না। মোটরযান চালকসহ এই পেশার মানুষরা যেন সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং পুলিশি হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি আমেরিকায় দেখেছি, বাংলাদেশের অনেক বিএ পাস, এমএ পাস, এমনকি ইঞ্জিনিয়ার-ডাক্তাররাও উবার বা ট্যাক্সি চালান। সেখানে তারা ওই পেশায় যুক্ত থেকেও উন্নত মানের জীবনযাপন করেন, বাড়ি কেনেন। কোনো শ্রেণিভেদ নেই; একজন ট্যাক্সিচালক ও একজন পেশাজীবীর সামাজিক মূল্য সমান।

রিজভী বলেন, আমাদের দেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ছোট কাজ-বড় কাজের বিভাজন থাকবে না। এই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং অঙ্গীকার ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শফু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, আয়োজক সংগঠনের সংগঠক সঞ্জয় দে রিপন, প্রধান সমন্বয়কারী আরিফুর রহমান তুষার ও সদস্যসচিব এ কে এম ভিপি মুসা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন