ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা: স্প্যানিশ সুপার কাপে নেই এমবাপে

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার জয়ের মুহূর্তটি মাঠে বসেই দেখেছেন কিলিয়ান এমবাপে। হাঁটুর চোটের কারণে মাঠে নামতে পারেননি ফরাসি এই তারকা। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপে তিনি অংশ নিতে পারবেন না।

রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো এমবাপেকে ‘জিরো রিস্ক’ নীতি অনুসারে সৌদি আরব সফর থেকে বিরত রেখেছেন। চোট পুরোপুরি সেরে ওঠার পরই খেলোয়াড়কে মাঠে নামানো হবে। অন্যদিকে, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে গ্রীন সিগনাল দিয়েছেন চিকিৎসক ইংলিশ ফুলব্যাক স্প্যানিশ সুপার কাপ সফরে অংশ নিতে পারবেন।

আগামী ২০ দিনে রিয়াল মাদ্রিদ মোট সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। এর মধ্যে রয়েছে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং ভিয়ারিয়াল ও বেনফিকার বিপক্ষে লিগ ম্যাচ। এমবাপে যদি ২০ জানুয়ারির আগে ফিরতে না পারেন, তাহলে এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস হওয়ার সম্ভাবনা আছে। যা তার লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে গোলের প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।

তবে এমবাপের অনুপস্থিতি দলের জন্য চাপ সৃষ্টি করতে পারেনি। সর্বশেষ বেতিসের বিপক্ষে ম্যাচে গঞ্জালো গার্সিয়া হ্যাটট্রিক করেছেন, যা প্রমাণ করছে স্প্যানিশ ফরোয়ার্ডও দলের আক্রমণাত্মক শক্তিকে ধরে রাখতে সক্ষম।

সংবাদটি শেয়ার করুন