ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা জানাচ্ছে, চলমান পরিস্থিতি এমন থাকলে সংখ্যালঘু জনগোষ্ঠী নির্বাচনে নির্ভয়ে ভোট দিতে পারবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।
মঙ্গলবার ঐক্য পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোটদানে বাধা দেয়ার উদ্দেশ্যে সাম্প্রদায়িক দুর্বৃত্তমহল দেশে নানা ধরনের সহিংস কার্যকলাপ অব্যাহত রেখেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ডিসেম্বরে কমপক্ষে ৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, এবং চলতি বছরেও এই ধারা অব্যাহত রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর সংঘটিত হামলা, সহিংসতা এবং জমি দখলের ঘটনার কয়েকটি উদাহরণও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।




