চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উপস্থাপক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে। বিসিবির বরাত দিয়ে জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় বিশেষ চমক দেখিয়েছিল বিসিবি। পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে রিধিমা পাঠককে উপস্থাপক হিসেবে রাখা হয়েছিল। ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংলিশ ক্রিকেট কিংবদন্তি ড্যারেন গফ।
তবে বাংলাদেশ-ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা রিধিমার বিপিএল যাত্রাকে প্রভাবিত করেছে। এর আগে গত ৩ জানুয়ারি, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’য়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার খবরও পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বিসিবি জরুরি সভা ডেকেছিল। পরে নিরাপত্তার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অংশগ্রহণের ওপর আপাতত অক্ষমতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র স্থানান্তরেরও অনুরোধ জানিয়েছে বোর্ড।
এরপর ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের জন্য আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশের ভেতরের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।




